রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এক ছাতার তলায় সব, সরকারি উদ্যোগে ইভি ম্যানুফ্যাকচারিং হাব ধনেখালিতে

দেবস্মিতা | ০১ অক্টোবর ২০২৪ ১৮ : ৫৪Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: জেলায় হতে চলেছে ইভি ম্যানুফ্যাকচারিং হাব। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল হাব। এক ছাতার তলায় আসতে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারক সংস্থা। প্রস্তাবিত সেই হাবে থাকছে ইলেকট্রিক গাড়ি তৈরির পাশাপাশি চার্জার, ব্যাটারি থেকে শুরু করে যাবতীয় যন্ত্রাংশ তৈরির অনুসারী শিল্প স্থাপনের ব্যবস্থাও। এই প্রসঙ্গে সম্প্রতি হুগলির জেলা শাসক এবং রাজ্য ইলেকট্রিক ভেহিকেল এ্যাসোসিয়েশনের একটি বৈঠক হয়। মঙ্গলবার জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে গাড়ি প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এই ইভি ম্যানুফ্যাকচারিং হাব প্রসঙ্গে আলোচনা হয়।

 

 

পোলবার সুগন্ধা পুরুষোত্তম বাটি এলাকার এক রিসর্টের কনফারেন্স রুমে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শিল্প দপ্তরের মুখ্য আধিকারিক সুমনলাল গাঙ্গুলি, আধিকারিক সুজয় দাস, রাজ্য ইলেকট্রিক ভেহিকেল এ্যাসোসিয়েশনের সম্পাদক সেক নাসিরউদ্দিন, সহকারী সম্পাদক প্রিয়ম দাস, সহ সভাপতি ডাবলু বিশ্বাস প্রমুখ। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্ণধার এবং প্রতিনিধিরা। এ দিনের বৈঠকে জেলা শিল্প দপ্তরের আধিকারিক সুমনলাল গাঙ্গুলি বলেছেন, ইতিমধ্যেই জেলাশাসক মুক্তা আর্যর উদ্যোগে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য ধনেখালি এলাকায় বড় একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থা সকলের কাছে মিলিতভাবে কারখানা গড়ার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ জানানোর আহ্বান করেন তিনি। পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে প্রস্তাবিত ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং হাবের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিক, জল সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ করে দেওয়া হবে। সুমনলালবাবু আরও বলেন ইলেকট্রিক হাব তৈরির বিষয়টি রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে জানানো হয়েছে। সব কিছু জানার পর উদ্যোগকে যথার্থই সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী। প্রাথমিক পর্যায় জমির পরিমাণ সংক্রান্ত কাজ সম্পন্ন হলে জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুততার সঙ্গে এই হাব তৈরির কাজ শেষ করা হবে। 

 

 

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সম্পাদক শেখ নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন, সরকারি উদ্যোগে এক ছাতার তলায় সমস্ত ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা হবে। প্রশাসনের এই উদ্যোগ সত্যই প্রশংসার দাবি রাখে। কারণ এই উদ্যোগ স্বার্থক হলে সব থেকে বেশি উপকৃত হবে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য অন্যত্র দৌড়ানোর আর কোনও প্রয়োজন থাকবে না। সেখানেই যাবতীয় যন্ত্রাংশ তৈরি হবে। যদিও বর্তমানে এই হাব প্রস্তাব আকারে রয়েছে, তিনি আশাবাদী, প্রশাসনের সদিচ্ছা রয়েছে, দ্রুত এই হাব বাস্তব রূপ পাবে।

 


নানান খবর

নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া